১৯৫৯ খ্রিস্টাব্দের ০৪ জানুয়ারী অনাড়ম্বর পরিবেশে প্রতিষ্ঠানটির উদ্বোধন । প্রতিষ্ঠানটির ইতিহাসের চেয়ে সেদিন উপস্থিত ব্যক্তিবর্গের অভিমত গুলি বেশি অর্থবহ বলে এখানে আরেকবার স্মরণ করা হলো । সাবেক পার্লামেন্ট সেক্রেটারি ও শিক্ষক প্রয়াত জহির উদ্দিন আহম্মেদ অনাডম্বর পরিবেশের কথা উল্লেখ করে বলেন –কোন মহৎ কাজই তুর্যধ্বনি দিয়ে আসে না , মহা অনাডম্বর শুরুও হয় না , সেই আলোকে আজ আমরা একটি মহৎ কাজই আল্লাহ চায় সূচনা করলাম ...